শনিবার ১৮ জুন ২০২২ - ১০:০৯
পবিত্র আহলে বাইতের বার্তা নিয়ে জেলা জেলা সফর

হাওজা / নবী (সঃ)-এর রেখে যাওয়া দ্বীন-হক নির্ভেজাল ভাবে যাঁদের মাধ্যমে আমরা পাবো তাঁরা হলেন নবী (সঃ)-এরই আহলে বাইত (আঃ)।

রির্পোটঃ মুস্তাক আহমদ

নবী (সঃ)-এর রেখে যাওয়া দ্বীন-হক নির্ভেজাল ভাবে যাঁদের মাধ্যমে আমরা পাবো তাঁরা হলেন নবী (সঃ)-এরই আহলে বাইত (আঃ) কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজ, আমাদের সভ্যতা, সংস্কৃতি .....পবিত্র আহলে বাইতের সঙ্গে পরিচিত নন, বিশেষ করে পশ্চিমবাংলার অপামর মানুষ ৷

বাংলাভাষী মানুষ যেহেতু বাংলা ভাষার মাধ্যমে আহলে বাইতের ফজিলত ও আহলে বাইতের আধ্যাত্মিক পরিচয়ে পরিচিত হয়, তার জন্য আমারা বহু চেষ্টা করে Channel Win এ বাংলাভাষায় অনুষ্টান শুরু করায় ৷

আলহামদোলিল্লাহ দীর্ঘ ৩/৪ বছর বাংলা ভাষায় আহলে বাইতের অনুষ্টান শুরু হয়েছে ৷

যেহেতু বাংলা ভাষায় Channel Win এ বাংলা অনূষ্টান আসছে, পাশাপাশি এই বাংলার বহু মানুষ আমাদের ফোন করছেন বই সংগ্রহের জন্য ৷

আমার দীর্ঘদিন বই বহু মানুষের নিকট বই পাঠাচ্ছি ৷

এর সাথে সাথে ইদানিং এই প্রসঙ্গে অর্থাৎ যারা দীর্ঘদিন চ্যানেল উইন দেখছেন....তাদের নিকট আমরা পৌঁছাচ্ছি বই পত্র পত্রিকা নিয়ে ৷

সেই কর্মকে আমরা নাম দিয়েছিঃ "আহলে বাইতের বার্তা নিয়ে জেলায় জেলায় সফর" ...

এ পর্যায়ে আমরা দুই ২৪ পরগনায় কিছু কিছু জাগায় গিয়েছি ও মানুষের সাথে আলাপ করেছি ৷

আজ (17 -06 -2022) আমরা এসেছিলাম পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত ভোগপুর স্টেশন এলাকায় ৷

সেখানে দু'চারজন লোক চ্যালেন উইন দেখেন ৷

উনাদের হাতে আমরা রেনেশা পাবলিশার প্রকাশিত কিছু ইসলামিক বই তুলে দেওয়া হলো৷

এবং আশার আলো এই যে, এখানে একটি "ইসলামিক লাইব্রেরী" খোলার আবেদন রাখা হলো ৷ যাতে আমরা এখানে উপস্থিত হয়ে আহলে বাইতের উপরে প্রকাশিত আরো বই পত্র পত্রিকাগুলি পৌঁছানো যায়, যাতে আগামী প্রজন্মের শিশু কিশোরদের মধ্যে আহলে বাইতের আধ্যাত্মিক পরিচয় ঘটে এবং তাদের বইগুলি পড়িয়ে জ্ঞানচর্চার মাধ্যমে জ্ঞানসমৃদ্ধি ঘটানো যায় ৷

পরবর্তিকালে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তোলা যেতে পারে ,

এভাবে আগামীতে আমরা এই বাংলার সব জেলাগুলিতে পৌঁছাবো ইনশাল্লাহ ৷

জেলাগুলির গ্রামে গ্রামে মানুষের নিকট পৌঁছাতে চাই, এই আশা রেখে সকলের নিকট দোয়া আবেদন রাখছি ৷

আল্লাহর দরবারে লাখো কোটি সবিনয় শুকরিয়া

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha